গঙ্গারামপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নজরুল ইসলাম (৫৮)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার হামজাপুর এলাকায়।
জানা গিয়েছে, হামজাপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম পেশায় কৃষক। বুধবার তিনি গঙ্গারামপুর কালদিঘি এলাকায় কৃষি দপ্তরের এসেছিলেন। সেখান থেকে কাজ সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার উদেশ্যে রওনা হন। সেসময় কৃষি ফার্মের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর গঙ্গারামপুর মুখি একটি ছোট গাড়ি তাকে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন ছুটে এসে জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ভোরে তাঁর মৃত্যু হয়। এদিন গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
- Advertisement -