ফরাক্কা: ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রাম বটতলা গঙ্গা ঘাটে শুক্রবার সকালে একটি মৃতদেহ ভেসে এল। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পান।মৃত ব্যক্তির নাম আলম ইমরান (৪০)। তাঁর বাড়ি বিহারে হলেও কর্মসূত্রে ওই ব্যক্তি ফরাক্কায় দাদার বাড়িতে থাকতেন। জানা গিয়েছে, গত তিন-চারদিন ধরেই নিখোঁজ ছিলেন আলম। নিউ ফরাক্কায় একটি গাড়ির টায়ারের দোকান ছিল তাঁর। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন : ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য