কলকাতা: রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবতীর রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের উকিলের হাট ও নামখানা স্টেশনের মাঝখানে। নামখানার বাসিন্দা মৃতার নাম দেবিকা মাইতি। জানা গিয়েছে, ওই যুবতী কাকদ্বীপের একটি শপিং মলে কাজ করত।বৃহস্পতিবার রাতে দেবিকা বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকেরা। শেষে রেললাইনের পাশ থেকে ওই যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কীভাবে ওই যুবতীর মৃত্যু হল তা জানা যায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান তাকে খুন করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
জাতীয় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার
আসানসোল: আসানসোলের (Asansol) কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত মেলেকোলা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা দেহ উদ্ধার...
Read more