মুরতুজ আলম, সামসী: এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটে চাঁচল-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেবা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনসার আলি(৩৬)। এদিন সকালে ওই গ্রামে কয়েকজন কৃষক চাষের কাজ দেখতে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের নজরে আসে একটি গলাকাটা দেহ গাছের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন: করলায় দূষণ কমেছে, নদীয়ালি মাছ বাড়ছে
ভেবা গ্রামের এক বাসিন্দা জানান, নিজের জমিতে মেশিন পাহারা দেওয়ার জন্য ওই ব্যক্তি রাতে মাঠে শুয়েছিলেন। কিন্তু এদিন সকালে মাঠে গিয়ে তাঁর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি খুব ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে তাঁর ঝগড়া বিবাদও ছিল না। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে এলাকাবাসী ধন্দে রয়েছে।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।