মালদা: সন্তান কোলে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম রিজা বিবি(২১)। শিশুর নাম রিজুয়ান শেখ। শিশুর বয়স এক বছর সাত মাস। বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর-১ নম্বর পঞ্চায়েতের সোনাতলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী মানিক শেখ বলেন, ‘আমরা কয়েকজন রেললাইন থেকে খানিকটা দূরে বসেছিলাম। একজন মহিলা রেললাইনের ধারে দীর্ঘক্ষণ ধরে বসেছিল। একটি মালগাড়ি আসে তখন আর মহিলাকে দেখতে পাচ্ছিলাম না। ট্রেন পার হতেই দেখি লাইনে দু’জন পড়ে রয়েছে।’
গৃহবধূর স্বামীর নাম নাসির শেখ পেশায় ব্যবসায়ী। গত তিন বছর আগে তাদের বিয়ে হয়েছিল। মৃতার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে রিজার ওপর অত্যাচার করত তাঁর স্বামী। বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দেন তিনি। কিন্তু কয়েকদিন আগে ফের অত্যাচার শুরু হয়। সেই অত্যাচার সহ্য করতে না পেরে এদিন সকালে কোলের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রিজা। যদুপুর এলাকায় মালদাগামী মালগাড়ির নীচে ঝাঁপ দিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের।
খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।