চালসা: নিজের বাড়ি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম রুধুয়া খেরিয়া(৩৬)। বাড়ি বড়োদিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের ওজন লাইনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চিতাবাঘের হানায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন তিনি। এরপর হাসপাতালে চিকিৎসার পর তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। বুধবার সকালে বাড়িতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এদিন খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দারা সরকারি নিয়মে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বন দপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।