গয়েরকাটা, ১১ অক্টোবরঃ এশিয়ান হাইওয়ে-৪৮ এ এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল বানারহাট থানার পুলিশ। মৃতের নাম দশরথ ওরাওঁ(৭০)। বাড়ি বীরপাড়া থানার এথেলবাড়িতে। শুক্রবার সন্ধ্যায় গয়েরকাটার আম্বাডিপা এলাকায় এশিয়ান হাইওয়ে-৪৮ এ দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় বৃদ্ধের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এই বিষয়ে বানারহাট থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।