মেখলিগঞ্জ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল মূক ও বধির এক বালকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের কুচলিবাড়ির সন্নাসীরথান এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম শুভ রায় (৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির পাশেই খেলছিল ওই বালক। সেইসময় একটি বাইক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। গুরুতর আহত হয় ওই বালক ও বাইক আরোহী। দুজনকেই উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বালককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত বাইক আরোহী রণজিৎ রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুচলিবাড়ি থানার পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial