রায়গঞ্জ: রাস্তা পার হতে গিয়ে মদ্যপ বাইক চালকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বীজগ্ৰামে। মৃত বৃদ্ধার নাম বাঁধন দেবশর্মা (৮২)। বাড়ি কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত খলসি সংলগ্ন বীজগ্রামে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় তাঁর। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘাতক বাইক ও চালককে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : জলাশয়ে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর