হাসিমারা: অষ্টমীর সকালে সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। হাসিমারার (Hasimara) ভার্নাবাড়ি চা বাগানের ঘটনা। মৃতের নাম ডেভিড খাড়িয়ার (২৭)। জানা গিয়েছে, বাগানের সাকরা লাইনের বাসিন্দা ডেভিডের বাড়িতে এদিন একটি বিষধর সাপ ঢুকে পড়ে ছোবল দেয় তাঁকে। এরপর প্রতিবেশী ও আত্মীয়রা গুরুতর জখম ওই যুবককে কালচিনির লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। কালচিনি থানার পুলিশ দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খেত থেকে শাক তুলতে গিয়ে ভয়াবহ পরিণতি, কুপিয়ে খুনের অভিযোগ ১০ বছরের শিশুকে
গোয়ালপোখর: দিনদুপুরে ধারাল অস্ত্র দিয়ে এক শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত শিশুটির নাম মহম্মদ সেনামুল (১০)। বাড়ি...
Read more