বর্ধমান ১৬ অক্টোবরঃ লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ইদ্রিস মণ্ডল (৬০)। তিনি বাঁকুড়া মোড় এলাকারই বাসিন্দা । লরিটিকে আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক চালিয়ে এদিন দুপুরে বর্ধমান থেকে বাঁকুড়া মোড়ে ফিরছিলেন ইদ্রিস মণ্ডল। সেই সময় একটি লরি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে । রক্তাত অবস্থায় তিনি বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন ।দুর্ঘটনার পরেই গা ঢাকা দেয় লরি চালক। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। থমকে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আশঙ্কাজনক অবস্থায় জখম ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।