হলদিবাড়ি, ৮ জানুয়ারিঃ হলদিবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফিরিঙ্গিডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরটির নাম শুভঙ্কর রায়(১৪)।বাড়ি ফিরিঙ্গিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রলি সহ ট্রাক্টর হলদিবাড়ি থেকে সিপিডব্লিউডি রোডে ওঠার সময় রাস্তা দিয়ে উলটো দিক থেকে আসা ওই কিশোরকে পিষে দেয়। স্থানীয়রা কিশোরটিকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ। তবে তার আগেই এলাকা ছেড়ে পালায় ট্রাক্টর চালক। হলদিবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কংগ্রেস থেকে সাসপেন্ড প্রীনীত কৌর, এবার কি তাহলে বিজেপিতে?
ডিজিটাল ডেস্ক : কংগ্রেস দল থেকে আগেই চলে গিয়েছিলেন অমরিন্দর সিং। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী প্রীনীত...
Read more