ফাঁসিদেওয়া, ৩১ ডিসেম্বরঃ প্রাতর্ভ্রমণে বেরিয়ে গাড়ির চাপায় এক ব্যক্তির মৃত্যু হল। বৃহস্পতিবার ফাঁসিদেওয়া ব্লকের মহম্মদ বক্স মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জালাস নিজাম তারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নির্মলজোতের বাসিন্দা আনন্দ গোপাল সরকার নামে ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
এদিন সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। এরপর একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি পড়ে যান। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। চিকিৎসার জন্য আহত অবস্থায় ওই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই, মেডিকেল ফাঁড়ির পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।