বর্ধমান, ১১ সেপ্টেম্বরঃ বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে। মৃতার নাম শিল্পা সোরেন (৬) সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শিল্পা বাড়ির বিছানায় শুয়েছিল। ওই সময়ে বিষধর সাপ শিল্পার ডানহাতে ছোবল মারে। পরিবার সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানে বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয় ।