বর্ধমান ৩ অক্টোবরঃ গরুর লেজ ধরে দামোদর পার হবার সময় গভীয় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম দুর্গাপদ বাগদি (৬৪)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রামে । দুর্গাপদর মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, অন্যান দিনের মত বুধবার বিকালেও দুর্গাপদ বাগদি দামোদরের চড়ে গরু চরাতে যান । অন্য চড়ে যাবার জন্য তিনি গরুগুলিকে দামোদরের জলে নামিয়ে দেন। ভালভাবে সাঁতার কাটতে না জানায় ওই সময়ে দুর্গাপদবাবু একটি গরুর লেজ ধরে ভরা দামোদর পার হতে যান । মাঝ নদিতে গরুর লেজ থেকে তাঁর হাত ফসকে গেলে তিনি তলিয়েযান দামোদরের গভীর জলে। বৃহস্পতিবার সকালে গলসির সোদা গ্রামের কাছে দামোদরের জলে দুর্গাপদর মৃতদেহ ভেসে ওঠে । খবর পেয়ে গলসি থানার পুলিশ সেখানে পৌঁছিয়ে মৃতদেহ উদ্ধার করে ।