ডিজিটাল ডেস্ক : সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা (Accident) নদীয়ার রাস্তায়। জানা গিয়েছে, নদীয়ার চাকদা থানার কলাগাছা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল ৩৪ নম্বর জাতীয় সড়কে বাইকে করে যাচ্ছিলেন। আর সেই সময় একটি ১০ চাকার লরি এসে ধাক্কা মারে তাঁর বাইকে। ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয়। অন্যদিকে এই মৃত্যুর পর লরির চালক এবং খালাসী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয় এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ এবং দমকল কর্মীরা। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, দীর্ঘদিন অসুবিধা থাকা সত্ত্বেও জাতীয় সড়ক সারানো হচ্ছে না। এর ফলেই দুর্ঘটনা বাড়ছে। এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন : দুর্ঘটনার কবলে পরিবহণ দপ্তরের গাড়ি, জখম ৫