শামুকতলা: ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduar)-২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের শামুকতলা বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুকুর মোমিন(৪২)। মঙ্গলবার বিকেলে শামুকতলা হিন্দি স্কুল এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। সাটারিং এর কাজ চলছিল ছাদে। সাটারিং ভেঙে পড়ে যান সুকুর। গুরুতর জখম অবস্থায় প্রথমে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম গুরুতর হওয়ায় কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। এরপর এদিন সকালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: পুজোর মুখে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ মাদারিহাটের রায়পাড়ায়