বেলাকোবা: জমিতে কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির (Elephant) হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বৈকুণ্ঠপুর ডিভিশনের সালুগাড়া রেঞ্জের সরস্বতীপুর বিট এলাকার ঘটনা। মৃতের নাম বাবলু ওরাওঁ। রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগানের মাড়াপুরের বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বাবলু টাকিমারির চরে তাঁর জমিতে কাজ করতে গিয়েছিলেন। ফেরার সময় হাতির সামনে পড়ে গেলে তাঁকে পিষে দেয় হাতি। এদিন সকালে বাবলুর দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল তাঁর সাইকেল। এ সম্পর্কে এডিএফও মঞ্জুলা তির্কি জানান, ওই ব্যক্তি ঘন কুয়াশায় জঙ্গলের মধ্যে হাতির মুখোমুখি হওয়াতেই এই ঘটনা ঘটেছে। মিলনপল্লি ফাঁড়ির ওসির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরিবারে একমাত্র উপার্জনশীল ছিলেন। তাই বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তাঁর পরিবার। এই বিষয়ে এডিএফও জানান, যেহেতু জঙ্গলের ভিতরে এই ঘটনাটি ঘটেছে তাই বন দপ্তরে কম্পেনসেশন আইনের মধ্যে বিষয়টি পড়বে না। তবু মানবিকতার খাতিরে মৃত ব্যক্তির পরিবারকে সাহায্য করা হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ