উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড বরাবরই রহস্যে মোড়া। প্রচুর ছেলে-মেয়ে রূপোলী পর্দার নায়ক-নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে আসেন। কেউ সফল হন, আবার কেউ হারিয়ে যান অতলে। বলিউডে স্বজনপোষনের অভিযোগ অনেক দিনের। নতুনদের পক্ষে কাজ পাওয়া এখানে খুব কঠিন। তবে তারমধ্যেই কেউ কেউ কঠিন লড়াই করে নিজের প্রতিভার জোরে তারা হয়ে ওঠেন। এরকমই কয়েকজন তারা হলেন মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিং, কঙ্গণা রানাওয়াত, সুশান্ত সিং রাজপুত, রাজকুমার রাও। তাঁদের মধ্যে শাহরুখ ও সুশান্ত উঠে এসেছেন টিভি সিরিয়াল থেকে। তারাদের ভিড়ে কাজ না পেয়ে হতাশায় ভোগেন বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই। কেউ আবার হতাশায় ডুবে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রীর মৃত্যু আজও রহস্যে মোড়া।
দিব্যা ভারতী: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। ১৯৯৩ সালের ৫ এপ্রিল মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় বিল্ডিংয়ের পাঁচতলা থেকে পড়ে মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয় দিব্যার। মুম্বই পুলিশ এটাকে দুর্ঘটনা বলে জানালেও অনেকেই মনে করেন, দিওয়ানা, বিশ্বাত্মা খ্যাত সুন্দরী অভিনেত্রীর মৃত্যুর পেছনে অন্য রহস্য রয়েছে।
সিল্ক স্মিতা: ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যু হয় দক্ষিণি অভিনেত্রী সিল্ক স্মিতার। চেন্নাইয়ে একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। তামিল, মালয়ালম, তেলুগুর পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন সিল্ক। প্রায় ৪৫০টি সিনেমায় অভিনয় করেছেন বিতর্কিত ও সাহসী এই অভিনেত্রী। তাঁর জীবনকে কেন্দ্র করে বলিউডে ২০১১ সালে ডার্টি পিকচার নামে একটি সিনেমা হয়েছিল।
জিয়া খান: ২০১৩ সালের ৩ জুন মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন নিঃশব্দ, গজনি খ্যাত অভিনেত্রী জিয়া খান। মুম্বইয়ের জুহুর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জিয়ার ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। তাঁর মা দাবি করেন, অভিনেতা সূরজ পাঞ্চোলি জিয়াকে খুন করেছেন। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি। যার ফলে জিয়া খানের মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গিয়েছে।
শ্রীদেবী: সংযুক্ত আরব আমীরশাহীর দুবাইয়ে জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটলে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অস্বাভাবিক মৃত্যু হয় মিস্টার ইন্ডিয়া খ্যাত অভিনেত্রী শ্রীদেবীর। হোটেলের বাথটব থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন, শ্রীদেবীর জলে ডুবে মৃত্যু হয়েছে। যদিও বাথটবে ডুবে জনপ্রিয় অভিনেত্রীর কিভাবে মৃত্যু হল সেই রহস্য আজও তাঁর অনুরাগীদের কাছে স্পষ্ট নয়।
সুশান্ত সিং রাজপুত: ১৪ জুন, রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যা বলে জানালেও, সুশান্তের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলেই। মাত্র ৩৪ বছর বয়সি সুশান্তের এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন খুন। গোট ঘটনার তদন্তের পরই কাই পো চে, ছিচোড়ে, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি খ্যাত এই অভিনেতার প্রকৃত মৃত্যু রহস্য উন্মোচিত হবে।