বর্ধমান: মারা যাচ্ছে শয়ে শয়ে পথ কুকুর। তিনশোরও বেশি কুকুর মারা গিয়েছে গত একমাসের মধ্যে। আর দিন পনেরোর মধ্যে মারা গিয়েছে প্রায় দেড় শতাধিক পথ কুকুর। একেবারে মড়ক লাগার মত এই ভাবে পথ কুকুরের মৃত্যু হতে থাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা(Kalna) পুরসভা এলাকায়। যা নিয়ে পুর প্রশাসনের উদ্বেগ বেড়েছে। কী কারণে এত কুকুরের মৃত্যু, তা নিয়ে নিশ্চিত হতে সোমবার তদন্তে নামেন জেলা প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা। তাঁরা মৃত কুকুরের দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি কুকুরের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠান। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও ছোঁয়াচে রোগের কারণে কুকুরগুলির মৃত্যু হচ্ছে।
প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের জেলা উপ-অধিকর্তা ডা: সোমনাথ মাইতি বলেন, ‘আমাদের প্রাথমিক অনুমান, ক্যানাইন ডিসটেম্পার নামে ছোঁয়াচে রোগের কারণে পথ কুকুরদের মৃত্যু হয়ে থাকতে পারে। এই রোগ এক কুকুর থেকে অন্য কুকুরের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত হতে পথ কুকুরের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।’ ইতিমধ্যে কত সংখ্যক পথ কুকুর মারা গিয়েছে তা সার্ভে করে দেখা হচ্ছে বলে সোমনাথ মাইতি জানিয়েছেন।
কালনা পুরসভা কর্তৃপক্ষ ও কালনা শহরের বাসিন্দাদের কথায় জানা গিয়েছে, গত এক মাস হল কালনা শহরের বিভিন্ন ওয়ার্ডে একের পর এক পথ কুকুরদের মৃত্যু হতে শুরু করে। দিনের পর দিন পথ কুকুরের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, গত একমাস ধরে পথ কুকুরদের মৃত্যু হচ্ছে। গত পনেরো দিনের মধ্যে প্রায় দেড়শো কুকুরের মৃত্যু হয়েছে। গত একমাসে পথ কুকুরের মৃত্যুর সংখ্যাটা ৩০০ ছাড়িয়ে যাবে। পথ কুকুরদের এমন মৃত্যু কালনার পশুপ্রেমী মহলেও উদ্বেগ বাড়ায়। তাঁরা বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে আনেন। পুর কর্তৃপক্ষর মাধ্যমে সেই খবর পেয়ে গতকাল পথ কুকুরদের দেখতে জেলা প্রাণীসম্পদ দপ্তরের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল কালনায় আসে। তাঁদের সঙ্গে থাকেন পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিধান বিশ্বাস সহ অন্য আধিকারিকরা। পথ কুকুরের মৃত্যুর কারণ কী, তা নিশ্চত হতে প্রাণী চিকিৎসকরা কুকুরের দেহের রক্তের নমুনা সংগ্রহ করেন। অসুস্থ থাকা পথ কুকুরদের চিকিৎসাও তাঁরা করেন। এছাড়াও মৃত কুকুরের দেহ ময়নাতদন্তেও পাঠান। কুকুরদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও প্রাণী চিকিৎসকরা উদ্যোগী হন।
কালনা ১ ব্লক প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডা: দেবব্রত তোলা বলেন, ‘এদিন ১৯টি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আলাদা একটা টিম তৈরি করা হয়েছে পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়ার জন্য। পাশাপাশি ৩টি কুকুরের চিকিৎসা করা হয়। এছাড়াও একটি মৃত পথ কুকুরের দেহের ময়নাতদন্ত করার পাশাপাশি ওই কুকুরটির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে।’