বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ : জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হল। প্রফুল্ল বর্মন (৬০) নামে ওই ব্যক্তি হেমতাবাদ থানার বাঙ্গাল বাড়ি গ্রামের বাসিন্দা। এদিন দুপুরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাহায্যে তাঁকে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, গতকাল রায়গঞ্জ মেডিকেল কলেজে জলাতঙ্কে আক্রান্ত ওই ব্যক্তির তাণ্ডবে পুরো হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। অভিযোগ, হাসপাতালের নার্স নিরাপত্তারক্ষী থেকে হাসপাতালের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা রোগীর পরিবার পরিজনদের আঁচড় দিয়ে জখম করে পালিয়ে যান ওই রোগী। এই নিয়ে তীব্র আতঙ্ক ছড়ায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে জখমদের মধ্যে। গতকাল সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতাল লাগোয়া বিভিন্ন ওষুধের দোকানের সামনে হাসপাতাল থেকে বেড়িয়ে এসে ওই ব্যক্তি লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগে তিনি অনেককে জখম করে শহরের বাইরে বেরিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগীকে কয়েকমাস আগে কুকুর কামড়েছিল। তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালে। গতকাল স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করতে গেলে আচমকাই তিনি তাঁদের ওপর চড়াও হন। হাসপাতাল সূত্রে গিয়েছে, হাসপাতালে স্বাক্ষর দিয়েই তারা ওই রোগীর পরিবার তাঁকে ফেরত নিয়ে গিয়েছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সুপার বিপ্লব হালদার গতকাল বলেন, “ওই রোগীকে আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেছিলাম। তার আগে ওই রোগী পালিয়ে গেলেও তাঁর পরিবারের তরফে যাবতীয় কাগজপত্র স্বাক্ষর করে নিয়ে যাওয়া হয়।”