রায়গঞ্জ: সাপের ছোবলে (Snake Bite) মৃত্যু হল সাত মাসের অন্তঃসত্ত্বার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর এলাকায়। মৃত গৃহবধূর নাম বাসন্তী চোড়ে (১৬)। জানা গিয়েছে, দশ মাস আগে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বালিহারা গ্রাম পঞ্চায়েতের শ্যামগছ এলাকার মিঠুন টুডু নামে এক যুবকের সঙ্গে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুরের বাসিন্দা বাসন্তীর বিয়ে হয়। বৃহস্পতিবার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে এসেছিল বাসন্তী। রাতে ঘুমন্ত অবস্থায় বাসন্তীকে সাপে (Snake) ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : সর্পাঘাতে মৃত দাদার শেষকৃত্যে যোগ দিতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু ভাইয়ের