বাঁকুড়া: হস্তিশাবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। মঙ্গলবার সকালে রাধানগর রেঞ্জের নোনাশোল ভাটপুকুর মৌজায় বড়স্রোত জঙ্গলে হস্তিশাবকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে সোনামুখী ব্লকের প্রাণী স্বাস্থ্যদপ্তরের এক চিকিৎসক ওই হস্তিশাবকের মৃতদেহ ময়নাতদন্ত করেন। মৃত হস্তিশাবকের বয়স ৬-৭ মাস হবে বলে বনদপ্তরের তরফে জানানো হয়েছে। বনদপ্তরের কর্মীদের অনুমান, স্ট্রোকে মৃত্যু হয়েছে হাতিটির। যদিও হস্তিশাবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। বনবিভাগের বাঁকুড়ার ডিএফও (উত্তর) কল্যাণ রাই জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই হস্তিশাবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন : তুফানগঞ্জে সংগঠন বাড়াচ্ছে আপ, শহরজুড়ে পড়ল পোস্টার