ডিজিটাল ডেস্ক: সিবিআই নোটিশে আজকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন অভিনেতা, সাংসদ দেব। টানা পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। অবশেষে নিজাম প্যালেস থেকে বের হয়েছেন দেব এবং তিনি জানিয়েছেন, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, তাঁকে হয়তো আর ডাকা হবে না। যদিও সিবিআইয়ের তরফ থেকে এরকম কোনো তথ্য জানা যায়নি। কার্যত গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের সূত্রে সিবিআই এর কাছে পৌঁছেছে তারকা সাংসদ দেবের নাম। আর তারপরেই তাঁকে জরুরী ভিত্তিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে তৃণমূল সাংসদকে ডেকে পাঠানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
দলীয় কর্মসূচিতে গিয়ে অসুস্থ সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র
ডিজিটাল ডেস্ক: সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)। একুশের বিধানসভার নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে জয়লাভ করেন। হঠাৎ করেই লাভলী...
Read more