উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ হারালেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বুধবার তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল যুবর প্রাক্তন সাধারণ সম্পাদক দেবাংশুর এক ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এদিন তিনি তৃণমূল যুব থেকে ‘লেফট’ করলেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর ফেসবুক থেকে জানা গিয়েছে, তৃণমূল যুবর সাধারণ সম্পাদকের পদ পেয়েছিলেন ২০২০ সালের ২৪ জুলাই। আর পদ হারালেন আজ, ৩০ নভেম্বর, ২০২২। যদিও সেই পোস্ট ইতিমধ্যে সরিয়েও দিয়েছেন দেবাংশু। এই বিষয়ে তাঁর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল যুবর রাজ্য সভাপতি পদে রয়েছেন সায়নী ঘোষ। কিন্তু ১৬ জন সাধারণ সম্পাদকের মধ্যে নাম নেই দেবাংশুর।
তৃণমূলের হয়ে টেলিভিশনে বিভিন্ন বিতর্কে অংশ নেন দেবাংশু ভট্টাচার্য। তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই চেনে রাজনৈতিক মহল। কিন্তু কেন তাঁকে হঠাৎ দলের যুব ফ্রন্ট থেকে বাদ দেওয়া হল তা কেউই বুঝতে পারছেন না। তবে এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্মতি রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Mamata Banerjee | ঠিক যেন শিক্ষিকা, স্কুলে ঢুকে পড়ুয়াদের ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী মমতা