উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রসঙ্গে মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। টুইট করে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। পার্থ প্রসঙ্গে দেবাংশু টুইটে লেখেন, ‘ঠাকুমা বলতেন, ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।‘ এর আগে তৃণমূলের সব পদ থেকে পার্থকে সরানোর দাবি তুলেছিলেন কুণাল ঘোষ। এবার ঘুরপথে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানালেন দেবাংশু ভট্টাচার্য।
ঠাকুমা বলতেন,
ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়।
একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) July 28, 2022
প্রসঙ্গত, প্রথমে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। এরপর বুধবার রাতে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। এছাড়া বিপুল সোনার গয়নাও উদ্ধার হয়েছে ফ্ল্যাটগুলি থেকে। তারপরেই তৃণমূলের অন্দর থেকে পার্থকে বহিষ্কারের দাবি উঠছে।
আরও পড়ুন : গণনা শেষ, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২৮ কোটি