চালসা: ‘বিজেপি বাংলা ভাগের চেষ্টা করছে। বিজেপির নেতারা উত্তরবঙ্গকে বঞ্চনার কথা বলছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যে সমগ্ৰ পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে তার বেলায় কী হবে? উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি তাদের কাছ থেকে ভোট নিয়েছে। চা বাগানের শ্রমিকদের শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। চা বাগান শ্রমিকদের জন্য রাজ্য সরকার কাজ করছে। শ্রমিকদের মজুরি তৃণমূল সরকারের আমলেই বৃদ্ধি হয়েছে।‘ শনিবার মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চালসার মঙ্গলবাড়ি বাজারের নবনির্মিত মার্কেট কমপ্লেক্সে এক জনসভায় মুখপাত্র হিসেবে বক্তব্য রাখেন দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি অমিত শাহের সম্প্ৰতি উত্তরবঙ্গ সফরেরও কড়া সমালোচনা করেন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি। পাশাপাশি সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কড়া সমালোচনা করেন দেবাংশু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি আশিস কুন্ডু সহ তৃণমূলের নেতৃত্ব।
ধনকড়ের তোপ
নাম না করে বাগডোগরা বিমানবন্দর থেকে এই ভাষাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Read more