উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বালোচিস্তানের লাসবেলায় ভেঙে পড়ল পাকিস্তান (Pakistan) সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে কোয়েটা কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি সহ ছয়জন। সোমবার রাতে ঘটনাটি ঘটে। মঙ্গলবার লাসবেলা জেলার মুসা গোথের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মেলে। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় কোয়েটা কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সহ ছ’জনই প্রাণ হারিয়েছেন বলে খবর।
সূত্রের খবর, বালোচিস্তানের লাসবেলা জেলার ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে সেনা হেলিকপ্টারের মধ্যে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বালোচিস্তানের দক্ষিণ পশ্চিম এলাকায় নিখোঁজ হেলেকপ্টারের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
আরও পড়ুনঃ Gunman attack | ওয়াশিংটনে বন্দুকবাজের হামলায় মৃত ১, গুলিবিদ্ধ ৬