নয়াদিল্লি, ৮ জুনঃ রাষ্ট্রপতি ভবনের কর্মচারী আবাস থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি রাষ্ট্রপতি ভবনের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।
জানা গিয়েছে, ওই ব্যক্তি রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে কাজ করতেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তাঁর ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ঘরটি ভেতর থেকে তালাবন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে ওই আবাস থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- Advertisement -