মুম্বই: বৃহস্পতিবার মুম্বইয়ের আন্ধেরির একটি পিভিআর থিয়েটারে পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সার্কাস’-এর একটি গানের লঞ্চ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে দীপিকা পাডুকোন, রণবীর সিং (Ranveer Singh) ও রোহিত শেট্টিকে স্টাইলিশ লুকে দেখা গেল। রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ ছবির এই গানটি হল ‘কারেন্ট লাগা রে’। স্টেজের ওপর এই গানটিতে নাচলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারপরেই রণবীর সিং বললেন, ‘দীপিকা বিনোদনের রানি এবং আমার জীবনেরও রানি। গত ১৫ বছর ধরে দীপিকা ভারতের বিনোদন জগতে বেশকিছু বিশেষ ছবি এবং চরিত্র উপহার দিয়েছে। দীপিকার মধ্যে ভালোলাগার বেশকিছু উপকরণ রয়েছে যা বাস্তব জীবনে আমিও দেখতে পেয়েছি।‘
দীপিকা পাড়ুকোন এর আগে রোহিত শেট্টির পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেছিলেন। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দীপিকার চরিত্রের নাম ছিল ‘মিনাম্মা’। ছবিটির মতো দীপিকার চরিত্রও দর্শকের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছিল। রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতে দীপিকার চরিত্রটা অনেকটা সেইরকম। রণবীর সিং-এর কথাতে অনেকটা সেই সুর শোনা গেল। রণবীর বলেন, ‘চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা চরিত্রটি দীপিকার অভিনয় জীবনের একটি বেস্ট পারফরম্যান্স। দীপিকা অনেক ভালো ছবি করেছে। কিন্তু তার মধ্যে চেন্নাই এক্সপ্রেস আমার মনে একটি বিশেষ জায়গায় রয়েছে। সুতরাং রোহিত শেট্টির সঙ্গে দীপিকার এই টিম আপের নতুন ছবির জন্য আমি অধীর আগ্রহে তাকিয়ে আছি।‘ রোহিত শেট্টির নতুন ছবিতে রণবীর সিংকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী হাস্যরসাত্মক নাটকটিকে ভিত্তি করে এর আগেও বাংলা এবং হিন্দিতে বেশকিছু ছবি তৈরি হয়েছে। বাংলায় ভ্রান্তিবিলাস, হিন্দিতে গুলজার পরিচালিত অঙ্গুর শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’ থেকেই নেওয়া। রোহিত শেট্টির পরিচালনায় এই নতুন ছবি ‘সার্কাস’ও শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’ দ্বারা অনুপ্রাণিত। রণবীর সিংয়ের সঙ্গে এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, জনি লিভারকে দেখা যাবে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২৩ ডিসেম্বর।
আরও পড়ুন : ছোট্ট মেয়ের ছবি শেয়ার করলেন বিপাশা বসু