নকশালবাড়ি: চা বাগান থেকে উদ্ধার হল একটি হরিণের শাবক। মঙ্গলবার নকশালবাড়ি(Naxalbari) কলেজের সামনে একটি ছোট চা বাগান থেকে শাবকটিকে উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন চা বাগানটিতে হরিণের শাবকটিকে দেখতে পেয়ে সেটিকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান প্রণয় রায় নামে এক বাসিন্দা। খবর দেওয়া হয় কার্শিয়াং ডিভিশনের অধীন টুকরিয়া ঝাড় বনাঞ্চলে। সেখানে বনকর্মীরা পৌঁছে হরিণের শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান।