শামুকতলা: কুকুরের হামলায় মৃত্যু হল একটি হরিণ শাবকের। কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লস্করপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হরিণ শাবকটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপর তাঁরা বনদপ্তরে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। তাঁদের অনুমান, বৃহস্পতিবার রাতে কুকুরের হামলায় শাবকটির মৃত্যু হয়েছে। সেটির শরীরের বেশ কয়েকটি স্থানে ক্ষত রয়েছে।
পাহাড়ে দৌড়ে অগ্নিবীরে সাফল্য, বক্সার গ্রাম থেকে আর্মিতে সুযোগ পেল ৬ যুবক
আলিপুরদুয়ার: 'মানঝি দ্য মাউন্টেন ম্যান' সিনেমার কথাটা মনে আছে? বিহারের বাসিন্দা দশরথ মানঝি। যিনি পাহাড় কেটে রাস্তা তৈরি করে নজির...
Read more