রাজগঞ্জ : শুক্রবার সকালে রাজগঞ্জের ভান্ডিগুড়ি চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক হরিণ উদ্ধার হল। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা পূর্ণবয়স্ক হরিণটিকে দেখতে পান। খবর যায় বেলাকোবা রেঞ্জ অফিসে। বনকর্মীদের তত্পরতায় হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া সম্ভব হয়। দিনকয়েক আগেও ওই বাগান থেকে একটি হরিণ উদ্ধার হয়েছিল।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, ‘সম্ভবত এলাকার জঙ্গল থেকে পথ ভুলে হরিণটি চা বাগানে ঢুকে পড়েছিল।’ চা বাগানের ম্যানেজার ও শ্রমিকদের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।