সোনাপুর: লোকালয়ে দেখা মিলল হরিণের। বুধবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামশিং গ্রামে প্রায় চার ফুট উচ্চতার একটি হরিণ দেখতে পাওয়া যায়। হরিণটি পালাতে গিয়ে সেখানে কুর্মাই নদীতে গিয়ে পড়ে। পরে গ্রামবাসীরা নদী থেকে হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেন। এরপর চিলাপাতা রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা এসে হরিণটিকে নিয়ে যান।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পুরুষ হরিণটির বয়স আনুমানিক তিন বছর। হরিণটি সুস্থ রয়েছে। হরিণটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।