ডিজিটাল ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া। কিছুদিন আগেই পিপিই কিট নিয়ে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia) দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী ব্যাপক দুর্নীতি চালিয়েছেন পিপিই কিট নিয়ে। এমনকি মণীশ জানান, অন্যান্য সংস্থা যেখানে পিপিই কিট পিছু ৬০০ টাকা করে নিচ্ছিল, সেখানে হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর সংস্থা পিপিই কীট পিছু ৯৯০ টাকা করে নিচ্ছিল।অন্যদিকে মনীষ সিসোদিয়ার এই অভিযোগের ভিত্তিতে এবার অসমের গ্রামীণ নগর দায়রা আদালতে মানহানির মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এর আগে অবশ্য হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া গুয়াহাটি আদালতে মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন বলে জানা গেছে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত মণীশ সিসোদিয়ার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জন্মদিনের পার্টিতে গিয়ে কিশোরকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ
নয়াদিল্লি: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল কিশোর। রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। মৃতের নাম, ফইজান আলি। ঘটনায়...
Read more