মেলবোর্ন : অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বিভাগে তারকাপতন অব্যহত। শুক্রবার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন শেষবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তবে এদিন চতুর্থ রাউন্ডে গেলেন রাফায়েল নাদাল, অ্যাশলে বার্টি, আলেকজান্ডার জেরেভ, ভিক্টোরিয়া আজারেঙ্কারা।
তৃতীয় রাউন্ডে ওসাকার সামনে ছিলেন বিশ্বের ৬০ নম্বর আমান্ডা আনিসিমোভা। র্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই এই জাপানি তারকা জিতবেন বলে আশা করেছিলেন অনুরাগীরা। প্রথম সেট ৬-৪ পয়েন্টে জিতে সমর্থকদের হাসি চওড়া করেছিলেন তিনি। কিন্তু তারপরই ম্যাচ থেকে হারিয়ে গেলেন ওসাকা। ৬-৩ এবং ৭(১০)-৬(৫) পয়েন্টে পরের দুটি সেট জিতে চতুর্থ রাউন্ডে উঠে যান আমান্ডা। জিতলে পরের রাউন্ডে শীর্ষবাঁছাই অ্যাশলে বার্টির মুখোমুখি হতেন ওসাকা। যদিও রবিবার বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে নামতে চলেছেন আমান্ডা। বার্টি এদিন মাত্র এক ঘণ্টায় ৬-২, ৬-৩ সেটে উড়িয়ে দিলেন ক্যামিলা জর্জিকে।
এদিনের হারে ভেঙে পড়েননি ওসাকা। ম্যাচ শেষে বললেন, আমি প্রতিটি পয়েন্টের জন্য লড়েছি। ফলে দুঃখিত হওয়ার কিছুই নেই। আমি ভগবান না। সব ম্যাচ জিতব, সেটা সম্ভব নয়। চ্যাম্পিয়ন হওয়াটা দারুণ বিষয়। একইসঙ্গে বাস্তবটাও মাথায় রাখতে হবে। প্রতি বছর শুরুতেই একটা মেজরে চ্যাম্পিয়ন হব, এই ভাবনা কখনই আমার মাথায় আসে না। মেলবোর্নে দুবারের চ্যাম্পিয়নকে হারিয়ে উচ্ছ্বসিত আমান্ডা। তাঁর কথায়, জানতাম, এই ম্যাচে নিজেকে ছাপিয়ে যেতে হবে। তবে প্রথম সেটে সেটা করতে পারিনি। চলতি বছরের এখনও হারের মুখ দেখেননি মেলবোর্নে ওয়ার্ম-আপ ইভেন্টে চ্যাম্পিয়ন বছর কুড়ির এই মার্কিন।
চতুর্থ রাউন্ডে পৌঁছানোর জন্য চার সেট লড়তে হয়েছে নাদালকে। ২ ঘণ্টা ৫১ মিনিটের ম্যাচে কারেন খাচানভের বিরুদ্ধে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-১ সেটে জিতলেন এই স্প্যানিশ মায়েস্ত্রো। নোভাক জকোভিচের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার নাদাল। নিজের খেলায় সেই তকমার ছাপ রাখছেন তিনি। বিশ্বের তিন নম্বর জেরেভ অবশ্য দুঘণ্টার মধ্যে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে উড়িয়ে দিলেন রাডু অ্যালবটকে। র্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা মাতেও বেরেত্তিনি ১৮ বছরের কার্লোস আলকারেজের চ্যালেঞ্জ সামলে জিততে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নিলেন। পাঁচ সেটের ম্যাচের ফল বেরেত্তিনির পক্ষে ৬-২, ৭-৬(৩), ৪-৬, ২-৬, ৭(১০)-৬(৫)।
এদিন দুই ফ্রেঞ্চ ওপেন জয়ীর লড়াইয়ে হারলেন প্রাক্তন চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোও। ২-৬, ৬-৪, ৬-৪ সেটে জিতলেন শেষবারের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেসিকোভা। তবে বিশ্বের ৪ নম্বরে থাকা ক্রেসিকোভার কাছে ২৭ নম্বর জেলেনার হারকে অঘটন বলার উপায় নেই। এই বিভাগে ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-০, ৬-২ সেটে হারালেন এলিনা স্বিটোলিনাকে। টানা দুবার অজি ওপেন জেতা ভিক্টোরিয়ার বিরুদ্ধে নামবেন ক্রেসিকোভা। তৃতীয় রাউন্ডে জিতে রবিবার মুখোমুখি হবেন মারিয়া শাকারি এবং জেসিকা পেগুলা। ছেলেদের সিঙ্গলসে জিতেছেন ডেনিস শাপোভালোভ, গেলঁ মফিস, পাবলো কারেনো বুস্তারাও।