নয়াদিল্লি: আগামী দু-তিনদিনের মধ্যে করোনা(CORONA) সংক্রমণ কমতে শুরু করলে বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এমনটাই জানালেন কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তবে রাজধানীর সংক্রমণ কমার পথে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে।
স্বাস্থ্যমন্ত্রীর মতে, সংক্রমণের মাত্রা যে জায়গায় পৌঁছেছে, তা আগামী দু-তিনদিনের মধ্যে একটি স্থিতিশীল জায়গায় পৌঁছোবে, অথবা পৌঁছে গিয়েছে। এরপর তা নামবে। কারণ হাসপাতালে ভর্তির পরিমাণ ক্রমশ কমছে। প্রসঙ্গত, কোভিড মোকাবিলায় রাজধানীতে সমস্ত বেসরকারি কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সব কাজই বাড়ি থেকে চলছে। হোটেল, রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।