অনলাইন ডেস্ক: করোনা যুদ্ধে জয়ী হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। শুক্রবার তাঁর লালা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে খবর।
Delhi Minister Satyendar Jain tests negative for #COVID19, to be discharged from hospital today. (file pic) pic.twitter.com/TekQZj1gW0
— ANI (@ANI) June 26, 2020
প্রবল জ্বর নিয়ে ১৫ জুন রাতে রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। তবে উপসর্গ থাকায় দ্বিতীয় বার টেস্ট করা হয়। ১৭ জুন আসা সেই রিপোর্টেই তাঁর দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
এরপর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছিন তাঁর। করোনার পাশাপাশিই নিউমোনিয়া ছিল তাঁর। একসময় সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণের মাত্রা বাড়ায় পরে তাঁকে দিল্লির আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর প্লাজমা থেরাপি শুরু হয়। সেই চিকিৎসায় সাড়া দেন তিনি।
প্রসঙ্গত, দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৭৮০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৭৬৫ জন। মৃত্যু হয়েছে ২৪২৯ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬৫৮৬ জনের।