নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে দিল্লির লাল কেল্লায় তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার হল দুই মূল অভিযুক্ত। ধৃতদের নাম মহিন্দর সিং ও মনদীপ সিং। তাদের জম্মু থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮, ৩৯৫, ১২০ বি, ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
Delhi Police Crime Branch has arrested two key wanted accused from Jammu, in connection with 26th January violence at Red Fort pic.twitter.com/1xfrJtrY0u
— ANI (@ANI) February 23, 2021
এর আগে পুলিশের জালে ধরা পড়েছিলেন পঞ্জাবি অভিনেতা দীপ সিধু। অভিযোগ, ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষক আন্দোলনের নামে তাণ্ডব চালিয়েছিলেন তিনি। আন্দোলনকারী কৃষকদের উসকেছিলেন পঞ্জাবি এই গায়ক তথা অভিনেতা। অবশেষে সেই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। ব্যারিকেড ভাঙার পাশাপাশি সরকারি বাস এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।