কালচিনি: টানা লকডাউনের জেরে দিনমজুরা আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন গুজরাচ্ছেন। তাঁদের অনেকেরই খাদ্যসংকটে দেখা দিচ্ছে। এমন অবস্থায় ওই পরিবারগুলির পাশে দাঁড়ালেন তৃণমূলের কৃষক সংগঠন পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ বসুমাতা সহ কয়েকজন।
সম্প্রতি কৃষ্ণ বসুমাতা কালচিনি ব্লকের মেন্দাবাড়ির পাঁচজন বাসিন্দাকে নিয়ে ত্রাণ কমিটি গঠন করেন। ওই কমিটির উদ্যোগে মঙ্গলবার মেন্দাবাড়ির ১ নম্বর বাজার এলাকায় প্রায় ৫০০ জন বাসিন্দাকে খাদসামগ্ৰী বিতরণ করা হয়। তৃণমূল কংগ্ৰেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। তিনিও দুঃস্থদের হাতে ত্রাণ তুলে দেন।
কৃষ্ণ বসুমাতার উদ্যোগের প্রশংসা করে মৃদুল গোস্বামী বলেন, সারা রাজ্যে এই ভাবে ত্রাণ সামগ্ৰী বিতরণ আগামী দিনেও চলবে। কৃষ্ণ বসুমাতা বলেন, খাদ্যসামগ্ৰী ছাড়াও দুঃস্থ বাসিন্দাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পরিকল্পনা নিয়েছি।
বাগ্রাকোট চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ
বাগ্রাকোট: এবার আর চা বাগানের সেচ নালা নয়। খোদ বাগানের সিনিয়ার সহকারি ম্যানেজারের বাংলো চত্বরের বিশাল এক বাহারি ফুল গাছের...
Read more