কোচবিহার: কোচবিহারের রিজিওনাল ক্যানসার সেন্টারকে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে নেওয়ার দাবি উঠল। পরিকাঠামোর অভাবে সেখানকার পরিষেবা কার্যত তলানিতে ঠেকেছে। শুক্রবার ক্যানসার সেন্টারটি পরিদর্শন করেন এমজেএন মেডিকেলের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ। জানা গিয়েছে, একটি ট্রাস্ট এই সেন্টারটি পরিচালনা করে। সেখানে বেশকিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। যদি এই সেন্টারটিকে এমজেএন মেডিকেলের আওতায় নিয়ে আসা যায় তাহলে উন্নতমানের পরিষেবা দেওয়া যাবে। এদিন সেখানকার পরিস্থিতি দেখে রাজ্যের কাছে সমস্ত বিষয় জানাবেন আধিকারিকরা।
১৯৮৯ সালে কোচবিহার শহর সংলগ্ন বিনপট্টি এলাকায় প্রায় ১০ বিঘা জমির ওপর রিজিওনাল ক্যানসার সেন্টার তৈরি হয়। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেন্টারটির উদ্বোধন করেন। মূলত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহর উদ্যোগে সেটি তৈরি করা হয়। মাত্র একজন চিকিৎসক দিয়ে সেন্টারটি চলছে। ক্যানসার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি, রেডিওথেরাপি, এক্স-রে, প্যাথলজিক্যাল নানা পরীক্ষা করা হয়। সেখানে যদি পূর্ণাঙ্গ অনকোলজি বিভাগ চালু করে অত্যাধুনিক মেশিনপত্র বসানো হয় তাহলে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি নিম্ন অসমের রোগীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।