চালসা: শৌচালয়ে ছাদ নেই, ঘরের ছাদও ফুটো হয়ে রয়েছে। নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা। এমনই বেহাল দশা মেটেলি (Meteli) ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চয়েতের চালসা মহাবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্রের। কর্মীরা জানান, বিষয়টি তাঁরা পঞ্চায়েত প্রধান সহ ব্লক স্বাস্থ্য বিভাগকে জানিয়েও কোনও কাজ হয়নি। জানা গিয়েছে, ২০০৪ সালে গ্রাম পঞ্চায়েতের তরফে ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হয়। এলাকার প্রায় ৪ হাজার মানুষ এই উপস্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা নেন। প্রায় বছর খানেক হল উপস্বাস্থ্যকেন্দ্রটির বেহাল দশা। কর্মী গায়েত্রী মণ্ডল জানান, শৌচালয়ের বেহাল দশা ও জলের ব্যবস্থা না থাকায় উপস্বাস্থ্যকেন্দ্রে আসা মহিলাদের খুবই সমস্যা হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের। দ্রুত সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন তিনি। ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গ্রাম পঞ্চায়েতের তরফেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
যক্ষ্মামুক্ত জেলা গড়তে থিম সং তৈরি জলপাইগুড়িতে
নাগরাকাটা: যক্ষ্মামুক্ত জেলা গড়তে এবার হাতিয়ার সুর-তালের মূর্চ্ছনাও। এজন্য একটি থিম সং তৈরি করে ফেলেছে জলপাইগুড়ি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়...
Read more