দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: চিনা টুনি বাল্ব সহ রংবেরংয়ের বাতি এবারে আমদানি প্রায় বন্ধ। চিন থেকেই করোনা সংক্রমণ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এই বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ায় চিনের রংবেরংয়ের বাতি সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার থেকে অনেকটাই দূরে সাধারণ মানুষ। পাশাপাশি সর্ষের তেলের দাম বৃদ্ধির কারণে মোমবাতি বিক্রির দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। চরম ব্যস্ততা চোখে পড়ছে মোমবাতি কারখানাগুলিতে। কারখানার মালিকদের দাবি, সাধারণ মানুষ বিদেশি পণ্য বর্জন করে দেশীয় দ্রব্য ব্যবহারের দিকে ঝুঁকছে। অন্যদিকে, সর্ষের তেলের দাম বেড়ে যাওয়ায় মোমবাতির চাহিদা গতবারের তুলনায় যথেষ্ট বেড়েছে।
রায়গঞ্জ শহর ও সংলগ্ন এলাকায় রয়েছে দু’টি মোমবাতির কারখানা। কলেজপাড়া ও গোয়ালপাড়ার কারখানা দু’টিতে জোরকদমে কাজ চলছে। পরিবেশবিদ শংকর ধর জানান, গত বছর থেকে মোমবাতির চাহিদ অনেকটাই বেড়েছে। সাধারণ মানুষ চিনা বাতির দিকে কম ঝুঁকছে।