গঙ্গারামপুর: বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন শহর ও গ্রামাঞ্চলের মানুষজন। স্বাভাবিকভাবেই এবছর দীপাবলিতে মোমবাতির কদর বাড়বে এটা ধরাই যায়। সেটা অনুমান করে দিনরাত কাজ করে চলেছেন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা।
আজ থেকে কয়েক বছর আগে গ্রামীণ এলাকায় বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তাই দীপাবলির রাতে মোমবাতির আলোয় ঘরবাড়ি আলোকিত করে তুলতেন অনেকেই। ফলে সারা বছর তো মোমবাতির কদর থাকতই আর দীপাবলির সময় তার কদর আরও দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছোনোর পাশাপাশি বাজারে টুনি বাল্ব চলে আসায় দীপাবলিতে মোমবাতির কদর যথেষ্টভাবে কমে যায়। ফলে চরম সমস্যায় পড়েন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা। বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি মোমবাতি তৈরির কারখানাও। হাতে কয়েকটি কারখানা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওমতে চলছিল। কিন্তু এবছর দীপাবলির আগে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের ঝোঁক দেখা দেওয়ায় আশার আলো দেখছেন মোমবাতি নির্মাতারা। তাই দিনরাত এক করে মোমবাতি তৈরির কাজ চলছে গঙ্গারামপুরের বসাকপাড়া, বড়বাজার, হাইস্কুল পাড়ার কারখানাগুলিতে। নির্মাতাদের দাবি, কিছুটা হলেও পরিস্থিতি বদলেছে। তাই এবার দিপাবলিতে লাভের মুখ দেখতে পারেন বলে আশা করছেন তাঁরা।