ডিজিটাল ডেস্কঃ ইস্ট-ওয়েস্ট মেট্রো কাজের সূত্রে বউবাজার দুর্গা পিতুরি লেনে আবার ফিরে এসেছে বিপর্যয়। বেশকিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তড়িঘড়ি এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ১৬/১ নম্বর বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। এই বাড়িতে বাস করতেন আশীষ চৌধুরী। খুব স্বাভাবিকভাবেই তাঁর কাছে এখন শুধুই স্মৃতি। এদিন ঘটনাস্থলে আসেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(firhad hakim) জানিয়েছেন, যাদবপুরের সঙ্গে কথা বলেই যুগ্মভাবে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা হবে। তবে বাড়ি ভাঙা নিয়ে এই মুহুর্তে চরম উদ্বেগে এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ রাহুল গান্ধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা দিলেন কুণাল ঘোষ