দেওয়ানহাট: মিড-ডে মিল(পিএম পোষণ) প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে অন্যান্য জেলার মতো কোচবিহারেও আসছে কেন্দ্রীয় দল। এরমধ্যেই স্কুলের শৌচালয় পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার হাতে মার খেলেন কোচবিহার (coochbehar)-১ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুদীপ্ত চক্রবর্তী। বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সহকর্মীকে মারধরের প্রতিবাদে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি ও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এদিন বিকাল থেকে অরাজনৈতিকভাবে বিডিওর দপ্তরের সামনে অবস্হান বিক্ষোভ শুরু করেন। অবশেষে সংশ্লিষ্ট বিডিও ও পুলিশের তরফে পদক্ষেপের আশ্বাস পেয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি তুলে নেন।
আক্রান্ত সুদীপ্তবাবু জানান, এদিন বিডিওর নির্দেশ মোতাবেক তিনি ফলিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাট এলাজান প্রাথমিক স্কুলের শৌচালয় পরিদর্শনে যান। সেসময় তাঁর নজরে আসে শৌচালয়ে জলের পাম্প নেই। যা পূর্ববর্তী পরিদর্শনের সময় ছিল। এ বিষয়ে কথা বলতে শৌচালয়ের নির্মাণকারী সংস্থা স্থানীয় সাতমাইল সতীশ ক্লাবের দপ্তরে যান তিনি। সেখানে কথাবার্তা চলাকালীন বিনা প্ররোচনায় কয়েকজন তাঁকে বেধরক মারধর করে বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা ভরত রায়ও রেহাই পাননি। এমনকি তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে সুদীপ্তবাবুর দাবি। ঘটনার খবর পেয়ে টাপুরহাট ফাঁড়ির পুলিশ দু’জনকে জখম অবস্থায় উদ্ধার করে ধলুয়াবাড়িতে বিডিও অফিসে নিয়ে আসে। সেখান থেকে দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তাঁদের প্রাথমিক চিকিৎসা করান সহকর্মীরা।
এরপরেই পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে শামিল পঞ্চায়েত কর্মী রাজদীপ আচার্যী বলেন, ‘প্রশাসনিক কাজ করতে গিয়ে এধরনের আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করব।’ এই ঘটনায় এবং তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে তাঁরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত সাতমাইল সতীশ ক্লাবের কারও বক্তব্য মেলেনি। কোচবিহার-১ এর বিডিও নৃপেন বিশ্বাস বলেন, ‘এ ধরনের ঘটনা একেবারে অনাকাঙ্খিত। ব্লক প্রশাসনের তরফে আমরা ইতিমধ্যে কোতোয়ালি থানায় মেডিকেল রিপোর্ট সহ লিখিত অভিযোগ জানিয়েছি। আইসির সঙ্গেও কথা হয়েছে। ওনারা আইনানুগ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: নির্মাণ সহায়ককে মারধরের অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ