নকশালবাড়ি: শীতের মরশুমেও শিলিগুড়ি(Siliguri) মহকুমাতে ডেঙ্গি মাথা চারা দিয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই ডেঙ্গি আতঙ্কে ভুগছেন নকশালবাড়ির একাধিক সংসদ এলাকা। গত দুই দিনে নকশালবাড়িতে তিনজন ডেঙ্গি আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শীতের মরশুমে এভাবে গ্রামীণ এলাকায় তিনজন ডেঙ্গি আক্রান্ত হওয়ায় প্রশাসনিক মহলে হইচই শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের দ্রুত এলাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থকর্মীদের কর্তব্যে গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নকশালবাড়ি ব্লক প্রশাসন।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, নকশালবাড়ি ব্লকের মণিরাম গ্রাম পঞ্চায়েতের দুজন বাসিন্দা এবং হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অটল চা বাগানের একজন শ্রমিক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সাধারণত হাতিঘিসা এবং মণিরাম গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গি তেমন দেখা যায় না। কিন্তু শীতকালে গত দুইদিনে তিনজন পরপর ডেঙ্গি পজিটিভ হওয়াতে মাথায় হাত পড়েছে স্বাস্থ্যকর্মীদের। গত বছরে এই ব্লকে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছিল। কিন্তু তা সত্বেও বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন সতর্ক না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতকাল আসতেই গ্রাম পঞ্চায়েত স্তরে নিযুক্ত গ্রামীণ সম্পদকর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা বন্ধ করে দিয়েছেন। শীতকালে এই কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে শিলিগুড়ি মহকুমাজুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি সমীক্ষার জন্য দশজন করে গ্রামীণ সম্পদকর্মী এবং পাঁচজন ভেক্টর কন্ট্রোল টিম নিয়োগ করা হয়েছিল। শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে এমন কর্মীর সংখ্যা তিনশোর উপরে রয়েছে। অভিযোগ, বেশকিছু গ্রাম পঞ্চায়েতে নিজস্ব ফান্ডের অভাবে কর্মীদের কাজ থেকে বিরতি দেওয়া হয়েছে। জমা জলে লার্ভানাশক ওষুধ ছড়ানো বন্ধ রয়েছে। কর্মীর অভাবে নিকাশিনালা পরিষ্কারের কাজও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিলিগুড়ি মহকুমার হেলথ কো-অর্ডিনেটর পঙ্কজ দত্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান, ডেঙ্গি নিয়ে রুটিন তদারকি নকশালবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক করছেন না। তিনি প্রতিদিন হাসপাতালেও আসছেন না যার ফলে ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধি পাচ্ছেন। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক জানান, ডেঙ্গি আক্রান্ত হয়েছে এমন খবর আসেনি। হয়তো বিএমওএইচ জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।