রাঙ্গালিবাজনা: হিমঘরে আলুর বন্ড পাচ্ছেন না ফালাকাটা ব্লকের দেওগাঁওয়ের চাষিদের অনেকেই। এদিকে এবছর অন্যবারের তুলনায় অনেক বেশি আলু চাষ করা হয়েছে। বন্ড না পাওয়ায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে হাজার হাজার কুইন্টাল আলু। উপায় না পেয়ে ছোট গাড়িতে করে আলু বাড়ির আশেপাশে মজুত রাখছেন চাষিরা। কিন্তু এতে তাঁদের খরচও পড়ছে বেশি। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে আলুচাষিদের মধ্যে। তাঁদের অভিযোগ, দালালদের দৌরাত্ম্যে প্রকৃত আলুচাষিদের অনেকেই এখনও বন্ড পাননি। মঙ্গলবার কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের দেওগাঁও দক্ষিণাংশ অঞ্চল কমিটির তরফে সমবায় হিমঘর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে দালালচক্র দমনের দাবি তোলা হয়েছে।
প্রসঙ্গত, দেওগাঁওয়ের ওই হিমঘরে নির্দিষ্ট সময়ে আলু রাখার বন্ড না পেয়ে সম্প্রতি বীরপাড়া ফালাকাটা সড়ক অবরোধ করেছিলেন আলুচাষিরা। চাষিরা দ্রুত বন্ড না পেলে ফের পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল অনুমোদিত ওই সংগঠনটি। এদিকে বন্ড বিলিতে দালালচক্র থাকার অভিযোগ উড়িয়ে হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছে, হিমঘরে ১,৪৯০ জন শেয়ার হোল্ডার রয়েছেন। তাদের ৫০০ টাকার ইউনিট রয়েছে ৩,২০০টি। ছোট সমবায় সমিতি রয়েছে ২৩টি। তাদের ইউনিট রয়েছে ১,২০০টি। এদের মধ্যেই বন্ড বিলি চলছে। ৫০০ টাকার ইউনিট প্রতি ২৫ বস্তা করে আলু রাখা হচ্ছে। যে পরিস্থিতি তাতে শেয়ার হোল্ডারদের আলু রাখতেই হিমঘর ভর্তি হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।