বালুরঘাট: চিটফান্ড কাণ্ডে দ্রুত মামলা শেষ করে আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যরা। বুধবার দুপুরে বালুরঘাট শহরের আর্যসমিতি এলাকার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও মিছিল করল শতাধিক প্রতারিত মানুষ। একই সঙ্গে ২০১৯-র অর্থ লগ্নিকারী বিলের বিরোধিতা করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন : একাধিক দাবিতে বুনিয়াদপুরে সারা ভারত খেতমজুর ইউনিয়নের মিছিল