চাঁচল: কংগ্রেস সমর্থক হওয়ার কারণেই নাকি মিলছে না সরকারি পরিষেবা। উপপ্রধানের রোষের কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে ব্রাত্য চাঁচল (Chanchal)-১ ব্লকের মতিহারপুর জিপির দীঘা বসতপুর গ্রামের এক দিনমজুর পরিবার। এই অভিযোগ ঘিরে চাঁচলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে সরকারি সুবিধা পেতে হলে শাসকদলে যোগ দিতে হবে বলে তৃণমূল কংগ্রেস পরিচালিত মতিহারপুর পঞ্চায়েত উপপ্রধানের নিদান দিয়েছেন বলে অভিযোগ। কংগ্রেস সমর্থক এই দিনমজুর পরিবারটি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি। কুঁড়েঘরে দুই ছেলেকে নিয়ে দিনযাপন করছেন সহিদুল রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বিবি।
সহিদুল রহমান বলেন, ‘এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান আমাদেরকে নিদান দিয়েছেন তৃণমূলের ছত্রছায়ায় না আসলে সরকারি প্রকল্পের সুবিধা পাব না।’ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন মতিহারপূর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিংকি খাতুন। পিংকি খাতুন সংবাদমাধ্যমকে কিছু না জানালেও তাঁর স্বামী সাহিদ আক্তার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের সুবিধা সমস্ত রাজনৈতিক দলের মানুষের জন্য। ইতিমধ্যে আবাস যোজনার ঘরের তালিকায় ওই দিনমজুর পরিবারের নাম এসেছে। তাঁরা খুব শীঘ্রই ঘর পাবেন। এখানে রাজনীতির কোনও বিষয় নেই।‘